মঙ্গলবার (১৫ এপ্রিল) হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) শাহিন পারভেজ জানান, ভোরে সোনারগাঁও হোটেলের সামনে থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪৫ বছর।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, ওই নারী ভবঘুরে প্রকৃতির। তার মাথায় আঘাত রয়েছে। সড়ক দুর্ঘটনায় নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা তদন্তের পর বলা যাবে।
আরও পড়ুন: মানিকগঞ্জে তিন নারীর মরদেহ উদ্ধার
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।