রাঙ্গামাটিতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান

৩ সপ্তাহ আগে
রাঙ্গামাটিতে অভিযান চালিয়ে ৩টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। এসময় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান। এসময় সহকারী কমিশনার (ভূমি)  ফয়সাল আল নূর, ওসি তদন্ত আব্দুল খালেকসহ পরিবেশ অধিদপ্তর, বনবিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।


কাজী আতিকুর রহমান জানান, এসব ইটভাটা অবৈধভাবে উৎপাদন কাজ চালিয়ে যাচ্ছিল। উচ্চ আদালতের আদেশ প্রতিপালনে রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক নির্দেশনায় আভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: পাবনায় চলছে ১৪৩ অবৈধ ইটভাটা, বিপর্যয়ের মুখে পরিবেশ

তিনি আরও বলেন, আজ (শুক্রবার) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে ৩টি ইটভাটা বন্ধ করে দেয়া হয়। ভাটাগুলো হচ্ছে কলমপতি ইউনিয়নের গাড়িছড়ার জেবিএম ব্রিকস, আদর্শগ্রামের এটিএম ব্রিকস এবং তারাবুনিয়ার এমএন্ডসি  ইটভাটা। এসময় তাদের কাছ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।


পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলার সব উপজেলায় এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

]]>
সম্পূর্ণ পড়ুন