রাঙ্গামাটিতে অজগর গিলে খেলো আস্ত ছাগল

৪ সপ্তাহ আগে
রারাঙ্গামাটির বরকল উপজেলার এরাবুনিয়া এলাকায় একটি অজগর সাপ একটি আস্ত ছাগল গিলে খেয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা যায়, রোকন মিয়া নামের এক ব্যক্তি তার পোষা ছাগলটি বাড়ির পাশের বনে ঘাস খেতে নিয়ে যান। হঠাৎ করেই বনে বিভিন্ন পশু-পাখির আওয়াজ শোনা যায়, তখন স্থানীয়রা ছুটে গিয়ে দেখতে পান একটি বিশাল অজগর তাদের ছাগলটি সম্পূর্ণভাবে গিলে ফেলেছে।


স্থানীয়রা জানায়, সাপটি অত্যন্ত বড় এবং শক্তিশালী ছিল। পরে রোকন মিয়া এবং তার প্রতিবেশীরা মিলে সাপটিকে ধরে এরাবুনিয়া বাজারে নিয়ে আসেন, যেখানে অনেক মানুষ সাপটি দেখার জন্য জড়ো হয়।


ঘটনার খবর পেয়ে বরকল রেঞ্জের বন বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সহকারি রেঞ্জার মো. আনোয়ার হোসেন বলেন, 'সাপটি উদ্ধার করে আমাদের রেঞ্জে নিয়ে আসা হয় এবং পরবর্তী সময় এটি বরকল রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হয়। সাপটি কিছুটা আঘাতপ্রাপ্ত হলেও, এখন সেখানে স্থির হয়ে রয়েছে এবং আমরা এর অবস্থা পর্যবেক্ষণ করছি।'


আরও পড়ুন: উখিয়ায় লোকালয় থেকে ১০ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার


ভূষণছড়া ইউনিয়ন পরিষদের ৮নং এরাবুনিয়া ওয়ার্ড সদস্য আব্দুল সালাম বলেন, 'এই এলাকায় এত বড় অজগর আগে দেখা যায়নি। সাপটির দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট ছিল।'


এছাড়া, ছাগলটির ওজন ছিল প্রায় ১৫ কেজি, যা একে সহজেই গিলে ফেলার জন্য যথেষ্ট ছিল। বন বিভাগের কর্মকর্তারা জানান, সাপটির অবস্থা বৃহস্পতিবার সকালে আরও একবার পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন