চলতি মৌসুমে আবারও প্রাণ ফিরছে রাঙামাটিতে। যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে অপরূপা রাঙ্গামাটিতে ভিড় করছেন পর্যটকরা। এতে ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, সাজেক ভ্যালিসহ জেলার সকল দর্শনীয় স্থানগুলোতে বাড়ছে পর্যটকের চাপ। পর্যটকরা জানান, নির্মল পরিবেশ ও পাহাড়-হ্রদের অপরূপ সৌন্দর্য উপভোগ করতেই মানুষ বার বার ছুটে আসে রাঙামাটিতে। শীতের শুরুতে এই সৌন্দর্য আরও বেড়ে যায়।
বিজয় দিবস ঘিরে টানা ছুটিতে এই চাপ বাড়বে আরও কয়েক গুণ। এরই মধ্যে জেলার অধিকাংশ হোটেল, মোটেল, রিসোর্ট প্রায় শত ভাগ বুকিং হয়ে গেছে। পর্যটকদের নৌ ভ্রমণের জন্য ঘাটে প্রস্তুত হয়ে আছে নৌযান।
আরও পড়ুন: আবারও পর্যটকদের জন্য খুলেছে রাঙামাটির দুয়ার
স্থানীয়ভাবে উৎপাদিত বাহারি রঙের পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা। এই লম্বা ছুটিতে ভালো ব্যবসার প্রত্যাশা ব্যবসায়ীদের। তারা বলেন, আগামী ১৫ ও ১৬ ডিসেম্বরের বুকিং শেষ। ব্যবসায়ীরা এখন পর্যটকদের বরণ করার অপেক্ষায় রয়েছেন।
আগত পর্যটকদের নিরাপত্তায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশের রাঙ্গামাটি রিজিয়নের পুলিশ সুপার নাহিদ আদনান তাইয়ান বলেন, পর্যটকরা যাতে কোনোভাবেই অনিরাপদ বোধ না করেন, সেজন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
এদিকে, বিজয় দিবস ঘিরে ছুটিতে রাঙ্গামাটিতে অর্ধলাখ পর্যটকের আগমন ঘটবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের।
]]>