প্রধান নির্বাচন কমিশনারের দেয়া তথ্যমতে, রাকসুর কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের জন্য লড়ছেন ৩০৫ জন প্রার্থী। ১৭টি হলে ২৫৫টি পদের জন্য লড়ছেন ৫৫৫ জন প্রার্থী।
অর্থাৎ কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী ৮৬০ জন।
এছাড়া সিনেটের ৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন প্রার্থী। সব মিলিয়ে রাকসু, হল সংসদ ও সিনেটের মোট প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৯১৮ জন, যাদের মধ্যে ৩৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আলোচিত ভিপি প্রার্থী ও তাদের ভোটকেন্দ্র
- শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল-সমর্থিত প্যানেল) — জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবন
- মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির-সমর্থিত প্যানেল) — জুবেরী ভবনের পূর্ব হল কক্ষ
- মেহেদী মারুফ (‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’ প্যানেল) — জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবন
- তাসিন খান (সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল) — রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবন
- ফুয়াদ রাতুল (গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ প্যানেল) — সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন
- মেহেদী সজীব (আধিপত্যবিরোধী ঐক্য প্যানেল) — ড. মুহাম্মদ শহীদুল্লাহ অ্যাকাডেমিক ভবন
- নোমান ইমতিয়াজ (স্বতন্ত্র) — জাবির ইবনে হাইয়ান বিজ্ঞান ভবন
আরও পড়ুন: রাকসু নির্বচনের ফল প্রকাশে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে না
আলোচিত জিএস প্রার্থী ও তাদের ভোটকেন্দ্র
- নাফিউল ইসলাম জীবন (ছাত্রদল-সমর্থিত প্যানেল) — জাবির ইবনে হাইয়ান ভবন
- ফজলে রাব্বি মো. ফাহিম রেজা (ছাত্রশিবির-সমর্থিত প্যানেল) — ড. মুহাম্মদ শহীদুল্লাহ অ্যাকাডেমিক ভবন
- সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য প্যানেল) — জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবন
- আফরিন জাহান (‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’ প্যানেল) — মমতাজ উদ্দিন আহমদ অ্যাকাডেমিক ভবন
আলোচিত এজিএস প্রার্থী ও তাদের ভোটকেন্দ্র
- জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল-সমর্থিত প্যানেল) — রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবন
- এস এম সালমান সাব্বির (ছাত্রশিবির-সমর্থিত প্যানেল) — সত্যেন্দ্রনাথ বসু অ্যাকাডেমিক ভবন
- আল শাহরিয়া শুভ (‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’ প্যানেল) — জামাল নজরুল ভবন
- মাহাইর ইসলাম (সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল) — ড. মুহাম্মদ শহীদুল্লাহ অ্যাকাডেমিক ভবন
- নাসিম সরকার (গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ প্যানেল) — জাবির ইবনে হাইয়ান ভবন
- শাহ পরান (স্বতন্ত্র) — ড. মুহাম্মদ শহীদুল্লাহ অ্যাকাডেমিক ভবন
রাকসু নির্বাচনে এবার বেশ কিছু নতুন মুখ ও বিভিন্ন আদর্শিক সংগঠন থেকে অংশগ্রহণকারীরা থাকায় শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ চোখে পড়ছে। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটারদের উপস্থিতি নিয়েও ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
]]>
১ সপ্তাহে আগে
৩







Bengali (BD) ·
English (US) ·