রাকসু নির্বাচন: অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ

১ সপ্তাহে আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট দেওয়ার পর আঙুলে দেয়া কালি সহজেই উঠে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ভোটাররা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় মিনিটে শুরু হওয়া এই ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

 

তৃতীয় বিজ্ঞান ভবনে ভোট দিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরু উদ্দিন আবির। তিনি বলেন, ‘অমোচনীয় কালি দেয়ার কথা ছিল, কিন্তু ভোট দেয়ার পর তা উঠে যাচ্ছে। নির্বাচন কমিশন এই জায়গায় তাদের কথা রাখতে পারেনি। তবে এখন পর্যন্ত ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে চলছে।’

 

তিনি আরও বলেন, ‘চাকসু নির্বাচনের কোনো প্রভাব রাকসু ভোটে পড়বে না।’

 

আরও পড়ুন: রাকসু নির্বাচন: আলোচিত প্রার্থীরা কোন কেন্দ্রে ভোট দেবেন

 

আইন বিভাগের এক শিক্ষার্থী ভোট দিয়ে বেরিয়ে বলেন, ‘কালিটা ঘষলেই উঠে যাচ্ছে। এটা পার্মানেন্ট হলে ভালো হতো তাহলে ভোট জালিয়াতির সুযোগ কম থাকত। বিষয়টি গুরুত্বসহকারে দেখা দরকার ছিল। আমরা জেনেছি, কালি আমদানি করা হয়েছে।’

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব বলেন, ‘শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সঠিক নেতৃত্ব বেছে নিক এটাই আমার প্রত্যাশা। ছোটখাটো কিছু সমস্যা দেখা দিয়েছে, আমরা তা সমাধান করছি। বড় কোনো অভিযোগ নেই। সার্বিকভাবে পরিস্থিতি ভালো, আশা করছি ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন