শনিবার (২৫ অক্টােবর) বিকেলে পৌরসদরের রশিদের পাড়া সড়কে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত আলমগীর পূর্ব রাউজান সিদ্দিক চৌধুরীর পাড়ার আবদুস সাত্তারের ছেলে। তার বাড়ি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে।
স্থানীয়রা জানান, ঘর থেকে বের হওয়ার পর কয়েকজন দুর্বৃত্ত আলমগীরের পথরোধ করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের গুলিতে আলমগীর নিহত হয়েছেন। বিস্তারিত তদন্ত শেষে পরবর্তীতে জানানো হবে।
]]>
৩ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·