শনিবার (২৮ ডিসেম্বর) বুলায়ে টেস্টের তৃতীয় দিনের সকালটা আফগানিস্তান শুরু করে ২ উইকেটে ৯৫ রান নিয়ে। এদিন সারাদিন ব্যাট করে ২ উইকেটে ৪২৫ রান নিয়ে দিন শেষ করেছে আফগানরা। আগের দিন ৪৯ রানে অপরাজিত থাকা রহমত শাহ এদিন ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। আফগান রেকর্ড ২৩১ রানে অপরাজিত আছেন তিনি। ৩৬১ রানের অবিচ্ছিন্ন জুটিতে অধিনায়ক হাসমতউল্লাহ'র অবদান ১৪১ রান।
জিম্বাবুয়ের চেয়ে এখনও ১৬১ রানে পিছিয়ে আফগানিস্তান। হাতে আছে ৮ উইকেট।
আরও পড়ুন: আব্বাস-জামালের তোপে রোমাঞ্চের আভাস দিচ্ছে পাকিস্তান
টেস্টে এর আগে শেষবার ২০১৯ সালে ব্রিজটাউনে উইকেটশূন্য দিনের দেখা মিলেছিল। সেই টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ মিলে ব্যাট করলেও কোনো উইকেটের পতন হয়নি। রান উঠেছিল ৩৪৪।
রহমত শাহ আফগানিস্তানের পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের ইনিংসের মালিক হওয়ার পথে পেছনে ফেলেছেন হাসমতউল্লাহ শহিদিকে। ২০২১ সাল্বে জিম্বাবুয়ের বিপক্ষেই ২০০ রানের ইনিংস খেলেছিলেন আফগানিস্তনের বর্তমান অধিনায়ক। রহমত তাকে ছাড়িয়ে যাওয়ার পথে ভাগ্যের সঙ্গ ভালোভাবেই পেয়েছেন। জিম্বাবুইয়ানরা চারবার তার ক্যাচ ছেড়েছেন। এই ইনিংসটি খেলতে ৪১৬ বলে ২৩টি চার ও ৩টি ছক্কা মেরেছেন রহমত।
২৭৬ বলে ১৬টি চারে খেলা হাসমতউল্লাহর ১৪১ রানের ইনিংসটিও রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে। এটি আফগান ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ। তৃতীয় সর্বোচ্চ ১৬৪ রানের ইনিংসটি জিম্বাবুয়ের বিপক্ষেই খেলেছিলেন আসগর আফগান।
]]>