দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের বাজার, নরসিংদীর শেখেরচর-বাবুরহাট। শাড়ি, লুঙ্গি থেকে শুরু করে শার্ট,প্যান্ট পিসসহ সব ধরনের কাপড়ের সমাহার এখানে। ঈদকে সামনে রেখে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে আসা পাইকারি ক্রেতারা ভিড় করছেন। বিক্রেতারা জানালেন ভালো ব্যবসার কথা।
পাইকারি বিক্রেতা বলেন, দাম তুলনামূলক কম হওয়ায় ও কাপড়ের মান ভালো হওয়ায় দূরদূরান্ত থেকে ক্রেতারা আসছেন। পছন্দমতো পোশাক কিনে নিয়ে যাচ্ছেন।
দামে ও মানে ভালো হওয়ায় প্রতি সপ্তাহেই এই বাজারে কাপড় কিনতে ছুটে আসেন বলেন জানান পাইকারি ক্রেতারাও। তারা বলেন, এই বাজারের কাপড়ের মান অনেক ভালো। পাশাপাশি দামও তুলনামূলক কম।
আরও পড়ুন: রংপুর / শেষদিকে জমজমাট ঈদবাজার, প্রস্তুত হচ্ছে বিনোদন কেন্দ্রগুলোও
ব্যবসায়ী নেতারা বলছেন, নিয়মিত হাটের চেয়ে ঈদকে সামনে রেখে বিক্রি বেড়েছে কয়েকগুণ। তাই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নরসিংদী শেখেরচর বাজার বণিক সমিতির সভাপতি মো. বোরহান উদ্দিন বলেন, চলতি বছর দ্রব্যমূল্য কম হওয়ায় ক্রেতারা পোশাক কেনা বাড়িয়েছেন। এতে বেচাকেনা কয়েকগুণ বেড়েছে।
নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, কোনো ধরনের অগ্নিদুর্ঘটনা এড়াতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিনিয়ত মহড়ার মাধ্যমে ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে।
উল্লেখ্য, এই বাজারে দোকানের সংখ্যা প্রায় ৬ হাজার। ঈদকে ঘিরে প্রতি হাটে পাঁচ হাজার কোটি টাকার কেনাবেচা হচ্ছে জানিয়েছে বণিক সমিতি।