শনিবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জমকালো এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রকমারি ডটকমের সহপ্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ আবুল হাসান লিটন, পরিচালক এহতেশামস রাকিব এবং চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ।
রকমারির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সময়ে সর্বাধিক বিক্রির ভিত্তিতে ধর্মীয় বিভাগে সেরা ৭ লেখককে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে শীর্ষস্থান অধিকার করেন ড. মিজানুর রহমান আজহারী, আর শায়েখ আহমাদুল্লাহও স্থান পান সেরা লেখকদের তালিকায়।
ধর্মীয় বিভাগে আরও পুরস্কারপ্রাপ্ত লেখকদের মধ্যে রয়েছেন, আরিফ আজাদ, মিরাজ রহমান, মোহাম্মদ নসরত হোসেন, মুহাম্মাদ আতীক উল্লাহ এবং অধ্যাপক মফিজুর রহমান।
অনুষ্ঠানে চারটি বিভাগ, ফিকশন, নন-ফিকশন, ধর্মীয় এবং ক্যারিয়ার, একাডেমিক, মিলিয়ে মোট ৫৬ জন লেখক ও ৫৬টি বেস্টসেলার বইকে পুরস্কৃত করা হয়। ১৩০০–এর বেশি লেখক, পাঠক, প্রকাশক ও বই-শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর।
এবারের অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসে অন্যরকম গ্রুপের পক্ষ থেকে। বই শিল্পের কর্মীদের সন্তানদের জন্য ‘প্রজেক্ট হাসিমুখ’ নামে বার্ষিক ১০ লাখ টাকার শিক্ষাবৃত্তি চালুর ঘোষণা দেন গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ।
আয়োজনের শেষ পর্বে রকমারির চেয়ারম্যান বলেন, দেশের পাঠাভ্যাস বৃদ্ধির পাশাপাশি বই-শিল্পকে আরও শক্তিশালী করতে রকমারি অব্যাহতভাবে কাজ করে যাবে।
]]>
৩ দিন আগে
২






Bengali (BD) ·
English (US) ·