ঘোষিত তালিকায় রংপুর জেলার ছয়টি আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন: রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে মোকাররম হোসেন সুজন, রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনে মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩ (সদর) আসনে সামসুজ্জামান সামু, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে এমদাদুল হক ভরসা, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে গোলাম রব্বানী এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে সাইফুল ইসলাম।
মনোনীতদের মধ্যে রংপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ আলী সরকার সাবেক সংসদ সদস্য। তিনি ২০০১ সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি বিএনপিতে যোগ দেন এবং এখন পুনরায় সেই আসন থেকেই প্রার্থী হচ্ছেন।
আরও পড়ুন: কোন কোন আসনে লড়বেন বিএনপির হেভিওয়েট প্রার্থীরা
রংপুর-১ আসনের প্রার্থী মোকাররম হোসেন সুজন স্থানীয়ভাবে পরিচিত মুখ। তিনি সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছিলেন।
অন্যদিকে, রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী এমদাদুল হক ভরসা ও সাইফুল ইসলাম ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
আরও পড়ুন: রাজশাহী বিভাগে বিএনপির প্রার্থী যারা
রংপুর-৩ (সদর) ও রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে যথাক্রমে সামসুজ্জামান সামু ও গোলাম রব্বানী এবার প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ঘোষিত প্রার্থী তালিকা আরও কিছু আসনে চূড়ান্ত যাচাইয়ের পর হালনাগাদ করা হতে পারে। তবে রংপুর অঞ্চলের ছয় আসনের এই মনোনয়ন তালিকাকে প্রায় চূড়ান্ত হিসেবেই দেখা হচ্ছে।

৩ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·