শারজাহতে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেট নিতে মোটে ২৬ রান খরচ করেছিলেন গজনফর। দুই দিকেই বল টার্ন করানোর সক্ষমতাসম্পন্ন এই রহস্য স্পিনার অল্প কিছুদিনের মধ্যেই খ্যাতি পেয়ে গেছেন। তাকে দলে নিয়েছিল বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স।
‘তারকা-অভাবী’ বিপিএলে যারা গজনফরের ঘূর্ণি দেখার জন্য বসে আছেন, তাদের আশায় গুঁড়েবালি। ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া আসরে খেলা হবে না ১৮ বছর বয়সির। অফিসিয়াল ফেসবুক পেজ রংপুরই বিষয়টি নিশ্চিত করেছে।
বুলাওয়েতে আফগানিস্তান জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বক্সিং ডে টেস্টে মুখোমুখি হয়েছে তারা। এই সিরিজে খেলার কথা ছিল রশিদ খানের। কিন্তু ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচে তিনি নেই। রশিদ খানের এই ব্যস্ততাই গজনফরকে আফগানিস্তান টেস্ট দলে প্রথম বারের মতো সুযোগ করে দিয়েছে। তাকে নিয়েই স্বাগতিকদের মুখোমুখি হয়েছে আফগানরা।
আরও পড়ুন: পিএসএলের ড্রাফটে নাম নিবন্ধন করলেন সাকিব
সিরিজের দ্বিতীয় ম্যাচ ২ জানুয়ারি। যা শেষ হওয়ার কথা ৬ জানুয়ারি।
৩০ ডিসেম্বর বিপিএল শুরু হয়ে শেষ হবে ৭ ফেব্রুয়ারি। উদ্বোধনী দিনেই প্রথম ম্যাচ খেলতে নামবে রংপুর। গজনফর না খেললেও তার সতীর্থ সেদিকুল্লাহ অটলের এবারের আসরে খেলার কথা রয়েছে।