র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ, ৪ লাখ টাকা জরিমানা

৩ সপ্তাহ আগে
রাজধানীর কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নকল ও ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক অপরাধ দমনের পাশাপাশি মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল পণ্য নির্মূলে সংস্থাটি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র‌্যাব-১০ এর সহযোগিতায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভ্যাঢা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

 

অভিযানকালে বিএসটিআই অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ওষুধ বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জয় মণ্ডলকে ২ লাখ টাকা, বাবুল মিয়াকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং বায়েজিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিপুল পরিমাণ নকল ও ভেজাল ওষুধ জব্দ করা হয়।

 

আরও পড়ুন: নরসিংদীতে অস্ত্রসহ গ্রেফতার ৮, অস্ত্রের যোগান পার্শ্ববর্তী দেশ থেকে: র‌্যাব

 

র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছিল।

 

 সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

]]>
সম্পূর্ণ পড়ুন