ব্রেসওয়েল ২ ধাপ এগিয়ে ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে পাঁচে উঠে এসেছেন। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় ওয়ানডেতে তিনি ৪০ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। এরপর বল হাতে ৮ ওভারে ৩৯ রান দিয়ে ১ উইকেট নেন। আর তাতেই র্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে এই কিউই অলরাউন্ডারের।
এদিকে আগের মতোই অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। এদিকে সিয়ার্স পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন তৃতীয় ওয়ানডেতে। ৯ ওভারে ৩৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন ২৭ বছর বয়সি এই পেসার। দ্বিতীয় ওয়ানডেতেও তিনি ৫ উইকেট শিকার করেছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশের কোচ হওয়ার বিষয়ে যা বললেন উমর গুল
নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম বোলার হিসেবে টানা দুই ওয়ানডেতে পাঁচ উইকেট নেয়ার রেকর্ড গড়েন সিয়ার্স। এর প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। বোলারদের র্যাঙ্কিংয়ে তিনি ৬৪ ধাপ এগিয়ে ১০০তম স্থানে পৌঁছে গেছেন। বোলিং র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার মাহিশ থিকশানা শীর্ষে রয়েছেন।
ব্যাটারদের তালিকায় শুভমান গিল শীর্ষস্থান ধরে রেখেছেন। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ২ ধাপ এগিয়ে ২১তম স্থানে উঠে এসেছেন। পাকিস্তানের বোলারদের মধ্যে নাসিম শাহ ৫ ধাপ এগিয়ে ৪৩তম অবস্থানে আছেন। নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ২ ধাপ উন্নতি করে ৬১তম স্থানে আছেন।