ভালো খেলার স্বীকৃতি পেতে খুব একটা অপেক্ষা করতে হলো না নিগার সুলতানা, শারমিন আক্তার ও রিতু মনিদের। পাকিস্তানে বিশ্বকাপ বাছাইপর্বে থাইল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি ও আয়ারল্যান্ডের বিপক্ষে ফিফটি করা অধিনায়ক নিগার সুলতানা ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ক্যারিয়ারসেরা অবস্থানে।
ক্যারিয়ারসেরা অবস্থানে উঠেছেন থাইল্যান্ডের বিপক্ষে ৯০ ছাড়ানো ইনিংস খেলা শারমিনও। আইরিশদের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলে রিতু মনিও এগিয়েছেন। আর বোলিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠেছেন রাবেয়া খান।
আরও পড়ুন: বিশ্বকাপে জায়গা পেতে যে সমীকরণ বাংলাদেশের সামনে
থাইল্যান্ডের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতি ও শারমিন ১৫২ রানের জুটি গড়েছিলেন। অধিনায়ক জ্যোতি করেছিলেন ১০১ রান। ৯৪ রানে অপরাজিত ছিলেন শারমিন। এই দুজনের ব্যাটে ভর করে রেকর্ড ২৭১ রান করেছিলো বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নামা থাইল্যান্ডকে মাত্র ৯৩ রানে অলআউট করে দেয় বাংলাদেশের মেয়েরা। আর তাতেই ১৭৮ রানের বিশাল জয় পায় নিগার সুলতানা জ্যোতির দল। রানের হিসাবে মেয়েদের ওয়ানডেতে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়।
পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫১ রানের একটি ইনিংস খেলেন নিগার। আর তাতেই ১৬ ধাপ এগিয়ে উঠেছেন ১৭ নম্বরে। থাইল্যান্ডের বিপক্ষে ২৪ করা শারমিন ১১ ধাপ এগিয়ে উঠেছেন ২৯ নম্বরে। আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৬৭ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলা রিতু ১৬ ধাপ এগিয়ে উঠেছেন ৮৮ নম্বরে।
আরও পড়ুন: অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে আয়ারল্যান্ডকে হারাল বাংলাদেশ
বোলিংয়ে ৭ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠেছেন বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া খান। এটিই তার ক্যারিয়ারসেরা অবস্থান। তিন ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠেছেন আরেক লেগ স্পিনার ফাহিমা খাতুন। পেসার মারুফা আক্তার ৬ ধাপ এগিয়ে উঠেছেন ৬০ নম্বরে।
মেয়েদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১ নম্বর ব্যাটার দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট, ১ নম্বর বোলার ইংল্যান্ডের সোফি একলেস্টোন এবং নাম্বার ওয়ান অলরাউন্ডার অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার।
]]>