যৌন হয়রানির মামলায় সংগীত পরিচালক গ্রেফতার

৪ সপ্তাহ আগে
জনপ্রিয় বলিউড গান ‘আজ কি রাত’ খ্যাত সংগীত পরিচালক সচিন সাংভি গ্রেফতার হয়েছেন। তাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার করে ভারতের সান্তাক্রুজ পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, সুরকার সচিন সাংভি বিয়ের প্রতিশ্রুতি, গানের অ্যালবামে কাজ করার প্রলোভন দেখিয়ে ২৯ বছর বয়সি এক নারীকে যৌন নিপীড়ন করেন।

 

ভুক্তভোগী নারীর অভিযোগ, ইনস্টাগ্রামে সুরকারের সঙ্গে তার পরিচয় হয়। এরপর কিছুদিনের আলাপচারিতায় একে অন্যের ফোন নাম্বার তারা। এরপর সচিন তাকে তার স্টুডিওতে ডাকেন। সেখানে বিয়ের প্রতিশ্রুতি, গানের অ্যালবামে কাজ করার প্রলোভন দেখিয়ে তাকে যৌন নিপীড়ন করেন। নিয়মিত শারীরিক সম্পর্কের কারণে গর্ভবতী হলে গর্ভপাতেও বাধ্য করেন, অভিযোগ তার।  

 

পুলিশের কাছে ওই নারীর এ অভিযোগ ও সচিনের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা দায়ের করার পর ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় গ্রেফতার করা হয় সচীনকে। পুলিশ জানায়, সচীনকে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গ্রেফতার করেন তারা।

 

তবে এ অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন সুরকার ও তার আইনজীবী আদিত্য মিঠে। একইসঙ্গে সুরকারের আইনজীবী পুলিশি গ্রেফতারকে অবৈধ বলে দাবি করে জামিনের আবেদন করেন।

 

আরও পড়ুন: তৃতীয় পুত্রের নাম কী রাখলেন গায়ক রুমি

 

জামিনের আবেদনের প্রেক্ষিতে খুব অল্প সময়ের মধ্যেই মুক্তি পেয়ে যান সচিন। তবে তার বিরুদ্ধে যৌন হয়রানির মামলাটি বিচারাধীন রয়েছে। তদন্তও চলমান রয়েছে।  

 

আরও পড়ুন: এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে: সালমান শাহর মা

]]>
সম্পূর্ণ পড়ুন