যেভাবে ফেরানো হবে মোজাম্বিকে আটকেপড়া বাংলাদেশিদের

১ সপ্তাহে আগে
রাজনৈতিক পরিস্থিতির কারণে উত্তপ্ত মোজাম্বিক থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যেঅগ নেয়া হয়েছে। দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের অনলাইনে আবেদন করলে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করবে সরকার।

বুধবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) বিএম জামাল হোসেন এসব তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, মোজাম্বিকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলোচনা হয়েছে। সেখান থেকে অনেকেই ফিরতে আগ্রহী। যারা অনিয়মিত রয়েছেন, তাদের জন্য আমরা ট্রাভেল পারমিট ইস্যু করব। ফিরতে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। কতজন ফিরতে আগ্রহী সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

 

তিনি আরও জানান, মোজাম্বিকে থাকা বাংলাদেশিদের আমরা মোজাম্বিক থেকে সড়কপথে মালাউইতে আনবো। সেখান থেকে বিমানযোগে দেশে ফিরিয়ে আনা হবে।

 

আরও পড়ুন: মোজাম্বিকের কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ৩৩

 

তবে মোজাম্বিকে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। লিসবনের বাংলাদেশ দূতাবাস থেকে দেশটির দেখভাল করা হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে নিকট বিবেচনায় দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ মিশন থেকে সেখানের বাংলাদেশিদের খোঁজখবর নেয়া হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন