সোমবার (১৪ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নববর্ষের শুভেচ্ছা জানান সেলিব্রেটিরা।
সুপারস্টার শাকিব খান ফেসবুকে নিজের অভিনীত একটি সিনেমার ভিডিও শেয়ার করেন। ওই ভিডিওতে দেখা যায়, ঢাক ঢোল বাজিয়ে বাংলা নববর্ষ উদ্যাপন করছেন নায়ক। সিনেমার এ দৃশ্যটি শেয়ার করে ক্যাপশনে শাকিব লেখেন, শুভ নববর্ষ।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বৈশাখের সাদা ও লাল রংয়ের শাড়িতে নিজেকে সাজান। হাতে ফুল নিয়ে ১৪টি ছবি ফেসবুকে শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, বৈশাখ। এরপর জুড়ে দেন ভালোবাসার ইমোজি।
অভিনেতা আব্দুন নূর সজল ও অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩২।’

আরও পড়ুন: শাকিবের ‘তাণ্ডব’ থেকে বাদ ২ নায়িকা, কারণ কী?
অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা লিখেছেন, ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। অগ্নিস্নানে শুচি হোক ধরা...বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, এসো হে বৈশাখ...এসো..এসো। শুভ নববর্ষ ১৪৩২।’
আরও পড়ুন: মান্নার ৬০তম জন্মবার্ষিকী আজ
পহেলা বৈশাখের দিন ফেসবুকে লাল শাড়ি পরা ৭টি ছবি শেয়ার করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ক্যাপশনে লেখেন, ‘সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা।’
]]>