যে ৪ কাজে মহান আল্লাহর লানত বর্ষিত হয়

২ দিন আগে
ইসলাম পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এতে মানুষের সব বিষয়ের সুষ্ঠু সমাধান রয়েছে। পরকালে সফল হতে মহান আল্লাহর বিধান মেনে চলা ও নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও তাঁর দেখানো পথ অনুসরণ করা আবশ্যক।

জীবনকে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে পরিচালিত করা একজন মুমিনের প্রধান লক্ষ্য। পার্থিব জীবন মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই পরীক্ষায় সফল হতে হবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, 

 

জমিনের ওপর যা কিছু আছে আমি সেগুলোর শোভাবর্ধন করেছি, যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যে, আমলের ক্ষেত্রে কারা উত্তম। (সুরা কাহাফ, আয়াত: ৭)

 

আরও পড়ুন: সুরা যিলযালে ভূমিকম্পের ভয়াবহতা নিয়ে যা বলা হয়েছে


পরকালীন সফলতার জন্য গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আবু তুফায়ল (রহ.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার আমরা আলি (রা.) কে বললাম- আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে গোপনে যা বলেছেন, সে বিষয়ে আমাদের কিছু অবহিত করুন। জবাবে আলি (রা.) বললেন, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে গোপন রেখেছেন এমন কিছু আমার কাছে একান্তে বলেননি। তবে আমি নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,

 

যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারও নামে জবেহ করে আল্লাহ তাকে লানত করেন, যে ব্যক্তি কোনো বিদয়াতিকে আশ্রয় দেয়, আল্লাহ তাকে লানত করেন, যে ব্যক্তি নিজের মা-বাবাকে লানত করে আল্লাহ তাকে লানত করেন এবং যে ব্যক্তি চিহ্নসমূহ (জমিনের) পরিবর্তন করে, আল্লাহ তাকে লানত করেন। (মুসলিম, হাদিস : ৪৯৬৩)

]]>
সম্পূর্ণ পড়ুন