এটি মানুষকে আল্লাহর ওপর পূর্ণ ভরসা করতে শেখায়, দুনিয়ার সব কষ্টের মুখে ধৈর্য দেয় এবং গুনাহ থেকে দূরে রাখে। কুরআন ও হাদিসে এই দোয়ার অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে, যা একজন মুমিনের জীবনে অপরিহার্য আমল।
কুরআনে ইঙ্গিত
যদিও সঠিক বাক্য لا حول ولا قوة إلا بالله সরাসরি কুরআনে নেই, তবে এর অর্থ বহু আয়াতে এসেছে। যেমন وَمَن يَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ فَهُوَ حَسْبُه যে আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। (সুরা তালাক:৩)
وَٱسْتَعِينُوا۟ بِٱلصَّبْرِ وَٱلصَّلَوٰةِ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। (সুরা বাকারাহ: ৪৫) এগুলো لا حول ولا قوة إلا بالله-এর মূল বার্তা বহন করে, সব ক্ষমতা ও সহায়তা আল্লাহর কাছ থেকেই আসে।
হাদিসে ফজিলত
ক. জান্নাতের ধনভাণ্ডার রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
لا حَوْلَ ولا قُوَّةَ إلا باللَّهِ كَنْزٌ مِن كُنُوزِ الجَنَّةِ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের ধনভাণ্ডারগুলোর মধ্যে একটি ধন। (সহিহ বুখারি:৬৩৮৪; সহিহ মুসলিম:২৭০৪) এটি এত মূল্যবান জিকির যে, আখিরাতে এর প্রতিদান হবে জান্নাতের ধনসম্পদের মতো সীমাহীন।
খ. বিপদ ও দুঃখে শক্তি
রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
إذا قال العبدُ: لا حَوْلَ ولا قُوَّةَ إلا باللَّهِ، قال اللهُ: أسلَمَ عبدي واستسلمَ যখন বান্দা বলে,লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ বলেন, আমার বান্দা নিজেকে আমার কাছে সমর্পণ করল। (মুসনাদু আহমাদ ৫/২৬৭)
আরও পড়ুন: কেনিয়ার বিমানবন্দরে লাশের কফিন নিয়ে আহমাদুল্লাহর হৃদয়স্পর্শী স্ট্যাটাস
গ. বিপদমুক্তি ও দুশ্চিন্তা দূর
হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত,
أكثِروا مِن قولِ لا حَوْلَ ولا قُوَّةَ إلا باللَّهِ، فإنها تَدْفَعُ تسعةً وتسعينَ داءً، أيسرُها الهَمُّ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ো, কারণ এটি ৯৯টি রোগ দূর করে, যার মধ্যে সবচেয়ে সহজ হলো দুশ্চিন্তা। (তাবারানি, আল-মুজামুল আউসাত ১/২২৬;)
ঘ. দোয়ার অংশ হিসেবে
রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুআজ ইবনু জাবাল রা.-কে বলেছিলেন,
يا معاذُ، ألا أعلِّمُكَ بابًا مِن أبوابِ الجنَّةِ؟" قلتُ: بلى، قال: لا حَوْلَ ولا قُوَّةَ إلَّا باللَّهِ হে মুআজ! আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি শিক্ষা দেব? বললাম, অবশ্যই। তিনি বললেন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। (মুসনাদু আহমাদ ৫/২৩৬; সহিহুল জামে ৭৭০০)
কোন সময়ে পড়া উত্তম
রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
১. আজান শোনার পর এই দোয়া (সহিহ মুসলিম ৩৮৫) ২.ভ্রমণ বা কষ্টকর কাজ শুরু করার আগে ৩. বিপদ বা দুশ্চিন্তায় পড়লে ৪.ঘুম থেকে জাগার পর (সহিহ বুখারি ৬৩১৮)
১. আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা জাগায় ২.দুশ্চিন্তা, ভয় ও মানসিক চাপ কমায় ৩.গুনাহ থেকে বাঁচার শক্তি ও ইবাদতে স্থিতিশীলতা দেয় ৪. জান্নাতের ধনভাণ্ডার অর্জনের মাধ্যম ৫.বিপদ ও রোগ থেকে সুরক্ষা দেয়
লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ শুধু একটি জিকির নয়; এটি ঈমানের ঘোষণা, বিনয় প্রকাশ, আল্লাহর ওপর সম্পূর্ণ নির্ভরতার প্রতীক। রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর বর্ণনা অনুযায়ী, এটি জান্নাতের ধনভাণ্ডারের একটি রত্ন। প্রতিদিনের জীবনে, কষ্টে-সুখে, এই জিকির জিহ্বায় রাখলে দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ নিশ্চিত।
]]>