ছেলে আব্রাম খান জয় ও প্রাক্তন শাকিব খানের বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করে তিনি লেখেন, হাজার কিলোমিটার দূরত্বে থেকেও আজ আমি নিশ্চিন্ত, কারণ আব্রাম তার পাপার পরম আদরে আনন্দে উল্লাসে ঈদ উদ্যাপন করল।
তিনি আরও লেখেন, এই বন্ধন আজ আমাকে আনন্দের অশ্রুতে সিক্ত করল। আমার সন্তানের বাবা নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ বাবা।
এরপর ভালোবাসার ইমোজি জুড়ে দেন অপু বিশ্বাস।
]]>