যে কারণে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামেননি মেসি

৫ দিন আগে
ভেনেজুয়েলার বিপক্ষে যে মেসি মাঠে নামবেন না, তার ইঙ্গিত অবশ্য আগেই মিলেছিল। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে অবশ্য সেটা নিশ্চিতও করে দেওয়া হয়। কিন্তু মেসি এ ম্যাচে কেন খেলেননি, তা নিয়ে কৌতূহল ছিল সবার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও সে বিষয়েই প্রশ্ন উঠলো, তবে লিওনেল স্ক্যালোনি সাফ জানিয়ে দিলেন তার সিদ্ধান্তেই মেসি খেলেননি।

শনিবার (১১ অক্টোবর) সকালে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনা জিতেছে ১-০ গোলে। দলের একমাত্র জয়সূচক গোলটি করেন জিওভানি লো সেলসো।  

 

দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। বাছাইয়ের শেষ ম্যাচটিতে তারা ইকুয়েডরের বিপক্ষে হেরে যায়। ১০ সেপ্টেম্বরের ওই হারের পর আজ ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জয়ে ফিরলো। 

 

আরও পড়ুন: নেইমারের ব্যালন ডি’অর প্রাপ্য ছিল, পিএসজিতে গিয়ে ক্ষতি করেছে: পিকে

 

এই ম্যাচে মেসি খেলবেন না, সেটা অনেকটা জানাই ছিল। কিন্তু যে তিনি স্কোয়াডেও থাকবেন না, সেটা অনুমিত ছিল না। অনুশীলনে তাকে কিছুটা ক্লান্ত বলে মনে হয়েছিল কোচিং স্টাফের সদস্যদের কাছে। 

 

এমএলএসের ব্যস্ত সূচির কারণে গত ২১ দিনে ইন্টার মায়ামির হয়ে মেসিকে ৬টি ম্যাচ খেলতে হয়েছে। দলের সেরা তারকাকে ছাড়া খেললেও আধিপত্যই দেখিয়েছে আর্জেন্টিনা। যদিও ভেনেজুয়েলাকে চেপে ধরা দলটি আক্রমণে উঠে বারবার ঠিকঠাক ফিনিশিং দিতে ব্যর্থ হয়েছে। 

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলার ব্যাপারে বার্সেলোনা অধিনায়ক ও সভাপতির অবস্থান দুই মেরুতে

 

এদিকে ম্যাচের আগেই অবশ্য লিওনেল স্ক্যালোনি জানিয়েছিলেন, ‘আমরা তার সঙ্গে কথা বলেছি, এই ম্যাচগুলো অন্য কিছু পরীক্ষা করার সুযোগ।’ ম্যাচের পরও তিনি একই কথা বললেন, ‘আমার সিদ্ধান্তেই সে (মেসি) খেলেনি।’ 

 

আর্জেন্টিনা ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মেজর লিগ সকারের ম্যাচে আটালান্টার মুখোমুখি হচ্ছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।

]]>
সম্পূর্ণ পড়ুন