পুলিশ জানায়, বুধবার (২৩ এপ্রিল) রাতে যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি নগরীর পঞ্চবট্টি এলাকায় আসলে তাকে ঘিরে ধরেন চারটি মোটরসাইকেলে আসা বেশ কয়েকজন দুর্বৃত্ত। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করার পর দুই পায়ে গুলি করেন চলে যান তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন: নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় যুবলীগ নেতা, বিয়ে দিলেন এলাকাবাসী
গুলিবিদ্ধ যুবলীগ নেতা রবি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান নোমানী হত্যা মামলার আসামি। মাসখানেক আগে জামিনে মুক্তি পান তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কর্মরত যুবলীগের এই নেতা।
]]>