যুব সমাজের কর্মসংস্থানের অঙ্গীকার নিয়ে খুলনায় জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ

৫ দিন আগে
খুলনায় আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’। বেকার যুব সমাজের কর্মসংস্থানের অঙ্গীকার নিয়ে শনিবার (১১ অক্টোবর) নগরীর শিববাড়ি মোড়স্থ এনসিপির অস্থায়ী কার্যালয়ে ও এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটির ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির খুলনা জেলার প্রধান সমন্বয়ক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ। সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সৈয়দ আবু ওয়াহিদ অনি।

 

নবগঠিত খুলনা জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক হয়েছেন শেখ মাহমুদুল হাসান, সদস্য সচিব সরদার তুহিনুজ্জামান সোহাগ এবং মূখ্য সংগঠক রাশেদ আসিফ। মোট ৩৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় অনুষ্ঠানে।

 

বক্তারা বলেন, দেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে দেশপ্রেম, ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে নতুন নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয়ে খুলনা জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তারা আরও বলেন, ‘যুব সমাজের শক্তি ও সাহসই বাংলাদেশকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে। জাতীয় যুবশক্তি শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠন নয়; এটি ন্যায্যতা, উন্নয়ন ও মানবিক মূল্যবোধের আন্দোলন।’

 

আরও পড়ুন: অনুমতি ছাড়া খুলনা মেডিকেলে সংবাদ সংগ্রহে নিষেধাজ্ঞা

 

বক্তারা জানান, জাতীয় নাগরিক পার্টি দেশের মানুষের পাশে থেকে রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চায়, আর সেই পথে জাতীয় যুবশক্তিই হবে আগামীর নেতৃত্বের মূল শক্তি। খুলনা জেলা কমিটির নেতৃত্ব তরুণদের মাঝে নতুন প্রেরণা যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

 

সম্মেলনে জানানো হয়, খুলনার বিভিন্ন এলাকায় হতাশাগ্রস্ত ও বঞ্চিত তরুণদের রাজনীতির ইতিবাচক ধারায় যুক্ত করাই সংগঠনের মূল লক্ষ্য। তরুণদের কর্মসংস্থান, শিক্ষা, মানবাধিকার, মাদকবিরোধী আন্দোলন এবং পরিবেশ রক্ষায় ধারাবাহিক কর্মসূচি হাতে নেয়ার পরিকল্পনা রয়েছে।

 

আরও পড়ুন: খুলনা বিভাগীয় কমিশনারকে বদলি

 

সংগঠনের তিন মূল নীতি হিসেবে ঘোষিত হয়—রাজনৈতিক শিষ্টাচার, সংগঠনগত শৃঙ্খলা এবং গণমানুষের পাশে থাকা।

]]>
সম্পূর্ণ পড়ুন