যুদ্ধবিরতির মধ্যেই পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার ভারত-পাকিস্তানের

১ দিন আগে
যুদ্ধবিরতির মধ্যেই পরস্পরের হাইকমিশনের দুই কর্মকর্তাকে পাল্টাপাল্টি বহিষ্কার করেছে ভারত-পাকিস্তান। তাদের পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ভারত ও পাকিস্তান ছাড়তে বলা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের একজন কর্মীকে ‘পারসোনা নন গ্রাটা’  (অবাঞ্ছিত ব্যক্তি)  ঘোষণা করে পাকিস্তান। তার কর্মকাণ্ড কূটনৈতিক মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে উল্লেখ করেছে ইসলামাবাদ।


দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই কর্মকর্তাকে ২৪ ঘন্টার মধ্যে পাকিস্তান ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

 

আরও পড়ুন:‘অপারেশন সিন্দুর’ শেষ হয়নি, স্থগিত রাখা হয়েছে: মোদির হুঁশিয়ারি


বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান সরকার ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের একজন কর্মীকে ‘অসঙ্গতিপূর্ণ কার্যকলাপে’ জড়িত থাকার জন্য অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে।’

 

এর আগে, ভারত গুপ্তচরবৃত্তির অভিযোগে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনে কর্মরত একজন পাকিস্তানি কর্মকর্তাকে বহিষ্কার করে।

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ‘ওই কর্মকর্তা ভারতে তার সরকারি মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন কার্যকলাপে লিপ্ত ছিলেন এবং তাকে দেশ ত্যাগের জন্য ২৪ ঘন্টা সময় দেয়া হয়েছে।’

 

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে হামলার জেরে ভারত-পাকিস্তানের সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। পরে টানা কয়েকদিনের সংঘাতের পর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় ভারত ও পাকিস্তানের। যুদ্ধবিরতি চলার মধ্যেই পরস্পরের কূটনৈতিক বহিষ্কারের ঘটনা ঘটল। 

 

আরও পড়ুন:যুদ্ধবিরতির দুই দিন পর তিন বাহিনীর প্রধানদের নিয়ে কেন জরুরি বৈঠকে মোদি?

 

সুত্র: ইন্ডিয়া টুডে

]]>
সম্পূর্ণ পড়ুন