যুদ্ধবিরতির পর ট্রাম্পের ভূয়সী প্রশংসায় পাকিস্তানের প্রধানমন্ত্রী

২ সপ্তাহ আগে
ভারতের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘সক্রিয় ভূমিকা’ পালন করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রশাসনের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শনিবার (১০ মে) বিকেল ৫টা থেকেই কার্যকর হয়েছে এ যুদ্ধবিরতি। ভারত ও পাকিস্তান, উভয় দেশের পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যুদ্ধবিরতির ঘোষণা সর্বপ্রথম দেন ট্রাম্প।


পরে এই ‘অঞ্চলে শান্তি’ নিশ্চিত করতে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রশাসনের ‘সক্রিয় ভূমিকা’ পালনের প্রশংসা করেন শেহবাজ শরিফ।  
শরিফ ব্যক্তিগতভাবে ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ‘দক্ষিণ এশিয়ায় শান্তির জন্য মূল্যবান অবদান’ রাখায় ধন্যবাদ জানান।

 

আরও পড়ুন: পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার ‘কোনো সিদ্ধান্ত নেই’, বলছে ভারত


শেহবাজ শরিফ বলেন,

পাকিস্তান বিশ্বাস করে এই অঞ্চলের শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার দিকে তার যাত্রাকে বাধাগ্রস্ত করে এমন সমস্যা সমাধানে এটি একটি নতুন সূচনা।

 

এর আগে শনিবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ স্যোশাল মিডিয়ায় এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

 

আরও পড়ুন: ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণায় কী বলছেন কাশ্মীরিরা

 

তিনি আরও জানান, গত রাতে দীর্ঘসময় ধরে ভারত-পাকিস্তানের কর্মকর্তাদের সাথে কথা বলার পর তারা যুদ্ধবিরতিতে রাজি হন। যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় ট্রাম্প দুই দেশের বিচক্ষণতার প্রশংসা করেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন