বুধবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এক বছরেরও বেশি সময়ের রক্তক্ষয়ী যুদ্ধের পর মুক্তি মিলেছে লেবাননের মানুষের। অনেক কাঠখড় পোড়ানোর পর অবশেষে মঙ্গলবার (২৬ নভেম্ব) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি অনুমোদন করে। বুধবার স্থানীয় সময় ভোর চারটা থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। এর মেয়াদ ৬০ দিন।
চুক্তি কার্যকর হওয়ার পর হিজবুল্লাহর দেয়া প্রথম বিবৃতিতে নিজেদের 'জয়ী' বলে আখ্যা দিয়েছে তারা। তবে ইসরাইল ফের হামলা চালালে নিজেরা সবসময় প্রস্তুত বলেও দাবি করে এ সশস্ত্র গোষ্ঠী।
আরও পড়ুন: ইসরাইল-হিজবুল্লাহর যুদ্ধবিরতির পরও বৈরুতজুড়ে গোলাগুলির শব্দ
যদিও এখনও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি সেনাদের প্রত্যাহার করা হয়নি। আকাশপথে চলছে নিয়মিত টহল। এ অবস্থায় যুদ্ধবিরতি চুক্তিতে দেয়া প্রতিশ্রুতির কথা মাথায় রেখে অন্যান্য এলাকা থেকেও ইসরাইলি সেনাদের সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে লেবানন সরকার।
এদিকে, ইসরাইলের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহারে আরও অন্তত দু মাস সময় লাগবে। লেবাননের দক্ষিণাঞ্চলকে এখনও পর্যবেক্ষণে রাখছেন তারা। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হলে কড়া জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন হাগারি।
আরও পড়ুন: ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ইরান
লেবানন-ইসরাইল যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান অন্ধকারের মধ্যে এ চুক্তি আশার আলো।
]]>