কাশ্মীরে বন্দুক হামলার জেরে পাকিস্তানের সঙ্গে টানটান উত্তেজনার মধ্যে গত শুক্রবার (২৫ এপ্রিল) এ ঘটনা ঘটে। ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) ঘটনার দায় স্বীকার করে বলেছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বিমান বাহিনী এ ঘটনায় দুঃখ প্রকাশ করছে। একটি যুদ্ধবিমান থেকে অসাবধানতাবশত বিস্ফোরক নয় এমন একটি বস্তু পড়ে শিবপুরিতে সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।’
প্রতিবেদন মতে, প্রত্যক্ষদর্শীরা বলেছেন, শুক্রবার সকালে আকাশ থেকে একটি ভারি ধাতব বস্তু মনোজ সাগর নামে এক শিক্ষকের বাড়ির ওপর পড়ে। এতে বাড়ির দুটি কক্ষ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। বাড়ির ধ্বংসাবশেষ কাছেই পার্ক করা একটি গাড়ির ওপর গিয়ে পড়ে।
আরও পড়ুন: গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটকের দাবি কর্তৃপক্ষের
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ওই সময় মনোজ সাগর তার সন্তানদের নিয়ে ঘরের ভেতরে খাবার খাচ্ছিলেন। তার স্ত্রী রান্নাঘরে ছিলেন। এমন সময় বিকট বিস্ফোরণে ছাদ ভেঙে পড়ে এবং উঠানে প্রায় আট থেকে ১০ ফুট গভীর একটি গর্ত তৈরি হয়।
বিস্ফোরণের ফলে কম্পন অনুভূত হয়েছে আশেপাশের বাড়িতেও। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে। আমান সিং রাথোড় নামে এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘মনোজ সাগরের বাড়ির ওপর বিমান বাহিনীর একটি জেট থেকে একটি ভারী ধাতব বস্তু পড়েছে... যার ফলে দুটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির চারজন সদস্যের সবাই নিরাপদ আছেন।’
ওই কর্মকর্তা আরও বলেন, বিমান বাহিনী ও অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এর আগে সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) প্রশান্ত শর্মা বলেন, ‘বস্তুটি কোথা থেকে এসেছে তা তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে। আছড়ে পড়া বস্তুটি ‘অত্যন্ত শক্ত’ বলে মনে হচ্ছে এবং এতে পোড়ার চিহ্ন রয়েছে।’
আরও পড়ুন: কাশ্মীর হামলার নিরপেক্ষ তদন্তে প্রস্তুত পাকিস্তান: শেহবাজ শরীফ
]]>