যুক্তরাষ্ট্রের ‘ভুল পদক্ষেপের’ জবাব দিলো চীন

৩ সপ্তাহ আগে
হংকং-সম্পর্কিত বিষয়গুলোতে ‘বিরূপ আচরণের’ জন্য মার্কিন কংগ্রেস সদস্য, কর্মকর্তা এবং বেসরকারি সংস্থার (এনজিও) প্রধানদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছে চীন।

সোমবার (২১ এপ্রিল) এ ঘোষণা দেয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

 

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, 

হংকংয়ের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। হংকং-সম্পর্কিত বিষয়ে যুক্তরাষ্ট্রের যেকোনো ভুল পদক্ষেপের বিরুদ্ধে চীন দৃঢ়ভাবে পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।

 

‘দমন-পীড়ন’ এবং হংকংয়ের স্বায়ত্তশাসনের আরও অবক্ষয়ের কথা উল্লেখ করে ওয়াশিংটন চলতি মাসের শুরুতে ছয়জন ঊর্ধ্বতন চীনা ও হংকং কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করার পর, এমন পদক্ষেপ নিলো বেইজিং।

 

মার্কিন যুক্তরাষ্ট্র বেইজিং এবং হংকংয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন বহির্ভূতভাবে ব্যবহার করে ১৯ জন গণতন্ত্রপন্থি কর্মীকে ভয় দেখানো, নীরব করা এবং হয়রানি করার অভিযোগ এনেছে। 

 

আরও পড়ুন: বাণিজ্য যুদ্ধ /যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশগুলোকে যে সতর্কবার্তা দিলো চীন

 

তাদের মধ্যে একজন মার্কিন নাগরিক এবং আরও চারজন মার্কিন বাসিন্দা রয়েছেন বলে জানা গেছে।

 

চীনের সবশেষ এই পদক্ষেপ দুটি বৃহত্তম বৈশ্বিক অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের ‘নতুন সংযোজন’ বলে মনে করা হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন