যুক্তরাষ্ট্রের ওপর চীনের নিষেধাজ্ঞা

১ সপ্তাহে আগে
যুক্তরাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। ৭ মার্কিন কোম্পানি ও কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। চীনে থাকা এসব কোম্পানির সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে বলেও ঘোষণা দেয়া হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর ভয়েস অব আমেরিকার। প্রতিবেদনে জানানো হয়েছে, চীনের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি ওই ৭টি কোম্পানির সাথে কোনো ব্যবসায়িক লেনদেন বা অন্য ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবে না।

 

আরও পড়ুন: ভারতে তৈরি ১১ প্রকার ওষুধের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

 

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইনসিটু, হাডসন টেকনোলজিস, সারোনিক টেকনোলজিস, রেথিয়ন কানাডা, রেথিয়ন অস্ট্রেলিয়া, অ্যারকম ও ওশিয়ানিয়ারিং ইন্টারন্যাশনাল।

 

আরও বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় চীনে থাকা কোম্পানিগুলোর সম্পদ বাজেয়াপ্ত করা হবে। চীনের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি এই কোম্পানিগুলোর সঙ্গে কোনো ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবে না। এছাড়া সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ‘জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তাদের’ ওপরও নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। তবে তাঁদের কারও নাম প্রকাশ করা হয়নি।

 

আরও পড়ুন: আবারও মার্কিন নিষেধাজ্ঞার কবলে পাকিস্তান!

 

সম্প্রতি তাইওয়ানের জন্য সামরিক সহায়তা ও প্রতিরক্ষা বিলের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। এরপরই এমন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিলো চীন। বেইজিং বলছে, তাইওয়ান তাদের একটি প্রদেশ এবং এ ধরনের সহায়তা চীনের সার্বভৌমত্বের জন্য হুমকি।

 

]]>
সম্পূর্ণ পড়ুন