সিবিএস নিউজের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এ ঘটনার পর ৫৩তম অ্যাভিনিউ এবং ব্রায়ান্ট অ্যাভিনিউ সাউথে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স দেখা গেছে।
এফবিআই, মিনিয়াপোলিস পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছেন বলে জানা গেছে।
সিবিএস নিউজের সাথে আলাপকালে দুটি ফেডারেল আইন প্রয়োগকারী সূত্র জানিয়েছে, গুলিতে ২০ জনেরও বেশি আহত হয়েছেন। এছাড়া সিবিএসের আলাদা এক প্রতিবেদনে অন্তত একজন নিহতের কথা বলা হয়েছে।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, বন্দুকধারী কালো পোশাক পরা ছিল এবং সে রাইফেল বহন করছিল। অন্য কোনো অস্ত্রের কথা বলা হয়নি - তবে অনুসন্ধান এখনও চলছে।
আরও পড়ুন: নিউইয়র্কে রেস্তোরাঁয় বন্দুক হামলা, বহু হতাহত
সূত্রগুলো সিবিএস নিউজকে জানিয়েছে, হতাহতের বিষয়ে তারা অনুমান-নির্ভর কোনো তথ্য দিতে চান না। তবে হামলাকারী ‘আত্মহত্যা’ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নয়েম বলেছেন, তার মন্ত্রণালয় ‘ভয়াবহ গুলিবর্ষণের’ ঘটনাটি পর্যবেক্ষণ করছে এবং অন্যান্য সংস্থার সাথে যোগাযোগ রাখছে। আরও তথ্য পাওয়া মাত্রই তা শেয়ার করার কথাও জানিয়েছেন তিনি।
নয়েম বলেন, ‘আমি এই জঘন্য হামলার শিকার এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।’
মিনেসোটার সিনেটর অ্যামি ক্লোবুচার বলেছেন, স্কুলে ঘটে যাওয়া ভয়াবহ সহিংসতায় তিনি ‘মর্মাহত’।
]]>