স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার সান বার্নার্ডিনো কাউন্টির ফ্রিওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। জাসনপ্রিত তার সেমি-ট্রাক নিয়ে যাচ্ছিলেন। ওই সময় নেশাগ্রস্ত থাকায় সামনে বেশকয়েকটি গাড়িকে সজোরে ধাক্কা মারেন তিনি। এতে গাড়িগুলো দুমড়ে-মুছড়ে যায়।
ট্রাকটির ড্যাশক্যামে ভয়াবহ এ দুর্ঘটনার পুরো ভিডিও ধরা পড়েছে। এতে দেখা যায়- একাধিক গাড়িতে প্রচণ্ড গতিতে তার ট্রাক আছড়ে পড়ছে। এ ঘটনায় তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, নেশাগ্রস্ত থাকায় যানজটে পড়ার আগে সামনের দিকে খেয়াল করেনি সিং। এর ফলে তিনি কোনো ব্রেকও চাপেননি। আটকের পর পরীক্ষায় মাদকের গ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আরও পড়ুন: ট্রাম্পের সাক্ষাৎ এড়াতেই কি আসিয়ান সম্মেলনে যাচ্ছেন না মোদি?
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নিশ্চিত করেছে, অভিযুক্ত ভারতীয়র যুক্তরাষ্ট্রে থাকার কোনো বৈধ কাগজপত্র ছিল না। আটকের পর জাসনপ্রিত সিং এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ইউএসআইসিই) তার বিরুদ্ধে একটি মামলা করেছে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, জাসনপ্রিত সিং ২০২২ সালে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। ওই বছরের মার্চ মাসে ক্যালিফোর্নিয়ার এল সেন্ট্রোতে তাকে মার্কিন সীমান্তরক্ষী বাহিনী আটক করেছিল। তবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের ‘আটকের বিকল্প’ নীতির আওতায় তাকে ছেড়ে দেয়া হয়। সাধারণ এ নীতিতে অবৈধ অভিবাসীদের আটকের পর তাদের বিচার না হওয়া পর্যন্ত বন্দিশালা থেকে মুক্তি দেয়া হয়।

৪ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·