যুক্তরাষ্ট্রে গিয়ে ‘চুরি-ডাকাতি’, সতর্ক করল ভারতের মার্কিন দূতাবাস

৪ সপ্তাহ আগে
যুক্তরাষ্ট্রে হামলা, চুরি বা ডাকাতির মতো কাজ করলে ভিসা বাতিল হতে পারে বলে সতর্ক করেছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। মূলত, এক ভারতীয় নারীর বিরুদ্ধে ইলিনয়ের একটি ‘টার্গেট’ স্টোরে চুরি করার অভিযোগ ওঠার পরই এই সতর্কবার্তা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

 

মার্কিন দূতাবাসের সতর্কতামূলক নির্দেশিকায় আরও বলা হয়েছে, এ ধরনের কাজ ভবিষ্যতে মার্কিন ভিসার জন্য অযোগ্য করে তুলতে পারে, যার ফলে যুক্তরাষ্ট্রে পুনরায় প্রবেশ করা সম্ভব হবে না। এ জন্য বিদেশি দর্শনার্থীদের আইনশৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছে দূতাবাস।

 

সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস লিখেছে, ‘যুক্তরাষ্ট্রে হামলা, চুরি বা ডাকাতি করলে কেবল আইনি সমস্যাই হবে না - এর ফলে আপনার ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে মার্কিন ভিসার জন্য আপনি অযোগ্য হতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্র আইন-শৃঙ্খলাকে মূল্য দেয় এবং বিদেশি দর্শনার্থীরা সব মার্কিন আইন মেনে চলবে বলে আশা করে।’ 

 

আরও পড়ুন: বাংলাদেশিদের ভিসা দেয়ার বিষয়ে যা বললো ভারত

 

Committing assault, theft, or burglary in the United States won’t just cause you legal issues – it could lead to your visa being revoked and make you ineligible for future U.S. visas. The United States values law and order and expects foreign visitors to follow all U.S. laws. pic.twitter.com/MYU6tx83Zh

— U.S. Embassy India (@USAndIndia) July 16, 2025

 

প্রতিবেদন মতে, এক ভারতীয় নারীর বিরুদ্ধে অভিযোগ, তিনি টার্গেট স্টোরের একটি দোকানে সাত ঘণ্টারও বেশি সময় কাটিয়ে ১,৩০০ ডলার মূল্যের জিনিসপত্র নিয়েছিলেন এবং তারপর টাকা না দিয়েই দোকান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। 

 

এনডিটিভি বলছে, গত ১ মে ওই দোকানের এক কর্মচারীর সঙ্গে অভিযুক্ত নারীর মুখোমুখি হওয়ার ঘটনাটি ভাইরাল হওয়ার পর এ বিষয়টি প্রকাশ্যে আসে। 

 

আরও পড়ুন: ভারতের পাঠ্যবইয়ে বর্ণনা /সম্রাট বাবর ছিলেন ‘নির্দয়’, আকবর ‘নিষ্ঠুর’!

 

জানা গেছে, ভারতীয় ওই নারী তার শপিং কার্টে থাকা পণ্যের জন্য অর্থ প্রদান এবং পুলিশের সাথে বিষয়টি সমাধান করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। ভাইরাল ভিডিও অনুসারে, ওই নারীর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। তবে তাকে এখনো গ্রেফতার করা হয়নি।

 

সূত্র: এনডিটিভি

]]>
সম্পূর্ণ পড়ুন