যুক্তরাজ্যে মুসলিম কবরস্থানে হামলা, ৮৫ কবর ভাঙচুর!

২ দিন আগে
যুক্তরাজ্যে মুসলিমদের কবরস্থানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্যের কারপেন্ডার্স পার্কের একটি কবরস্থানে এ হামলা চালানো হয়।

 

ইসলামবিদ্বেষের জেরেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কবরস্থানে এমন তাণ্ডবের নিন্দা জানিয়েছে বিভিন্ন সংস্থা। 

 

পুলিশ বলছে, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ৮৫টি কবর। ক্ষতির শিকার বেশিরভাগ কবরই শিশু-কিশোরদের। এরইমধ্যে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

 

আরও পড়ুন: কোরআন পোড়ানো সেই ব্যক্তিকে সুইডেনে গুলি করে হত্যা!

 

স্থানীয় পুলিশ কর্মকর্তা জন সিম্পসন জানান, আইনশৃঙ্খলা বাহিনী ক্ষয়ক্ষতির বেশ কয়েকটি সম্ভাব্য কারণ অনুসন্ধান করছে এবং জনসাধারণের কাছে ঘটনাটি কীভাবে বর্ণনা করা হবে সে বিষয়ে তারা সতর্ক থাকতে চায়।

 

তিনি বলেন, ‘আমাদের তদন্ত এগিয়েছে। তবে দুঃখের বিষয় যে, এটি একটি ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত কাজ ছিল।’

 

সিম্পসন আরও বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্তদের এবং বৃহত্তর মুসলিম সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাই যে, আমরা এই অপরাধকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছি।’

]]>
সম্পূর্ণ পড়ুন