সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রবল বৃষ্টিপাতে রাস্তা-ঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ এবং সুপেয় পানির ব্যবস্থা। রাস্তার পাশে দাঁড় করানো গাড়িও তলিয়ে গেছে পানিতে। আকস্মিক এ বন্যায় বছরের প্রথম দিনই চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, কিছু কিছু এলাকায় বহুতল ভবনগুলোর প্রথম তলা ডুবে গিয়েছে। এতে, বাইরে যাওয়া-আসার রাস্তাও বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজে নেমেছে স্থানীয় প্রশাসন।
আরও পড়ুন: দুর্নীতির অভিযোগ / যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ
প্রতিবেদনে বলা হয়েছে, অলিগলি ঘুরে বন্যার পানি নিষ্কাশনের চেষ্টা চালাচ্ছে কর্মীরা। আটকে পড়াদের কাছে নৌকায় করে সুপেয় পানিও পৌঁছে দেয়া হচ্ছে। চলছে উদ্ধারকাজ। বন্যার কারণে ম্যানচেস্টার বিমানবন্দর এবং রেল স্টেশনও বন্ধ হয়ে গেছে।
দেশটির আবহাওয়া দফতর বলছে, ইংল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলের কিছু কিছু এলাকায় গত দুই দিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা এলাকাগুলোর এক মাসের বৃষ্টিপাতের সমান। এই বৃষ্টিপাত আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
আরও পড়ুন: ৫ বার বন্যা মোকাবিলা করে কৃষকের ঘরে আমন ধান!
এদিকে, ইংল্যান্ডজুড়ে প্রায় ১০০ এলাকায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। কিছু কিছু এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জারি করা হয়েছে ‘হলুদ’ সতর্কতা।
]]>