শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর ডেমরায় জামায়াতের গণসংযোগ পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
নূরুল ইসলাম বলেন, ‘জামায়াতে ইসলামী কোন ফ্যাসিবাদ, স্বৈরাচার কিংবা প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদের সঙ্গে আপস করেনি। ফলে দলটির ওপর দেশি-বিদেশি নানামুখী ষড়যন্ত্র এবং জুলুম- নির্যাতন ও অপপ্রচার চালানো হয়েছে। যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায় এবং মানুষের অধিকার আদায়ে রাজপথে লড়াই করে, তাদের নিঃশেষ করা যায় না আর যাবেও না।’
তিনি আরও বলেন, ‘এত জুলুমের পরও জামায়াতকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। কোনো কিছুতেই দলটি এক মুহূর্তের জন্য থেমে থাকেনি। উল্টো জনগণ তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। তাই জনগণকে সঙ্গে নিয়েই জামায়াত নতুন বাংলাদেশ গড়বে।’
এক দল এখন আওয়ামী লীগের ভূমিকায় জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, ‘অপপ্রচার না চালিয়ে জামায়াতের জনকল্যাণমুখী কার্যক্রম অনুসরণ করে জনগণের আস্থা, ভালোবাসা ও সমথর্ন অর্জন করতে হবে।’
আরও পড়ুন: প্রযুক্তি নিয়ে কাজ করতে আগ্রহী জামায়াতের ব্যবসায়ীরা: মোবারক হোসাইন
নেতাকর্মীদের উদ্দেশ্যে নূরুল ইসলাম বলেন, ‘কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের (১১-২৫ এপ্রিল) প্রত্যেক এলাকার প্রতিটি ঘরে-ঘরে, প্রতিটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। এটি দলীয় দায়িত্ব নয়, আল্লাহর নিদের্শিত দায়িত্ব।’
ডেমরা পেশাজীবি বিভাগের সভাপতি অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে ও থানা কর্মপরিষদ সদস্য মাওলানা এনামুল হকের পরিচালনায় গণসংযোগ পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসাইন, ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ডেমরা জোনের সহকারী পরিচালক ও ডেমরা মধ্য থানার আমির মোহাম্মদ আলী, থানা কর্মপরিষদের সদস্য ডা. সাইদুল হক পাটোয়ারী, মুফতি জাকির হোসেন, মাওলানা মোস্তফা মোহাম্মদ আরিফসহ আরও অনেকে।
]]>