যান্ত্রিক ত্রুটিতে বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিংয়ের শঙ্কা

১ সপ্তাহে আগে
ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট থেকে সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়েছে বলে জানা গেছে।

পিজিসিবি ও পিডিবি সূত্র বলছে, নতুন করে বিদ্যুৎ সরবরাহ না হলে রোববার (১৩ এপ্রিল) থেকে বাংলাদেশে লোডশেডিং আরও বাড়তে পারে। এরইমধ্যে ঘাটতি মেটাতে পেট্রোবাংলার কাছে বাড়তি গ্যাস সরবরাহ চেয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

 

জানা গেছে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে গত ৮ এপ্রিল এবং দ্বিতীয় ইউনিট থেকে শুক্রবার (১১ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়।

 

আরও পড়ুন: বাংলাদেশকে ১৬০০ মেগাওয়াটের পুরোটাই সরবরাহ করবে আদানি: রিপোর্ট

 

পিজিসিবি ও পিডিবির কর্মকর্তারা জানান, বিদ্যুৎকেন্দ্রটি থেকে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। ৮ এপ্রিলের পরও ৭৫০ মেগাওয়াটের বেশি সরবরাহ করা হয়। এখন আর কোনো বিদ্যুৎ আসছে না। তবে আজ শনিবার একটি ইউনিট চালুর কথা রয়েছে।

 

পিডিবির সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিদ্যুৎকেন্দ্রের ত্রুটি মেরামতের চেষ্টা করছে আদানি। প্রথমে বন্ধ হওয়া ইউনিট দ্রুত চালুর চেষ্টা চলছে। ঘাটতি মেটাতে তেলচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে বাড়তি উৎপাদন করা হচ্ছে। গ্যাসের সরবরাহ বাড়াতে অনুরোধ করা হয়েছে। জ্বালানির সরবরাহ পাওয়া গেলে চাহিদা মতো উৎপাদন করা যাবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন