যাদের নিবন্ধন নেই তারাই নির্বাচনকে বিলম্বিত করার চক্রান্ত করছে: হারুন

৩ সপ্তাহ আগে
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদ বলেছেন, বাংলাদেশে শীঘ্রই জনগণের সরকার আসবে। দেশকে নিয়ে চক্রান্ত হচ্ছে, নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। আজকে এনসিপি গঠন করা হয়েছে, অন্য দল গঠন করা হচ্ছে। যাদের এখন পর্যন্ত কোনো নিবন্ধন নেই তারাই বিভিন্ন ইস্যু নিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চক্রান্ত করে যাচ্ছে।

বুধবার (২৬ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটরিয়ামে জাতীয়তাবাদী দল, চাঁপাইনবাবগঞ্জ সদর এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

 

এসময় তিনি আরও বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের কোনো সমাধান হবে না। সুতরাং নির্বাচনকে নিয়ে কোনো চক্রান্ত-ষড়যন্ত্র আমরা মেনে নিব না। এ ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক মত ভিন্ন হতে পারে, কিন্তু জাতীয় ইস্যুর ক্ষেত্রে আমাদের ঐক্যমত থাকতে হবে। না হলে জাতির সর্বনাশ হবে, জাতি ধ্বংস হবে।

 

সাবেক এমপি হারুন বলেন, বাংলাদেশে এখন সরকারি দল বলেন, আর বিরোধী দল বলেন দুটোই বিএনপি। আমাদেরকে যেমন ভাল কাজের জন্য ভূমিকা রাখতে হবে, অন্যায় অবিচারের বিরুদ্ধেও আমাদেরকেই কথা বলতে হবে। আমরা আইনের শাসন চাই, সুশাসন চাই। রাজনৈতিক দল গুলোর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি থাকবে। আমরা নির্বাচন আসবো, প্রতিযোগিতা করব, প্রতিদ্বন্দ্বিতা করব কিন্তু একে অপরের প্রতি শত্রুতাপূর্ণ কোনো সম্পর্ক স্থাপন করতে চাই না ৷


আরও পড়ুন: নির্বাচনের তারিখ ঘোষণা না করে ড. ইউনূস জাতিকে নিরাশ করেছেন: খোকন

 

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ বলেন, যারা অতীতে নানা অপকর্ম করেছে, আজকে তাদেরকে কৃতকর্মের ফল ভোগ করতে হচ্ছে। বাংলাদেশে কয় জন শাসক আছে যারা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছে? গোটা রাষ্ট্রকাঠামো ধ্বংস করেছিল, তারা সকলেই পালিয়ে গেছে। এমন পরিস্থিতি গত ৫০-৭০ বছরে হয়নি। সুতরাং আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে। বাংলাদেশের প্রতিহিংসার রাজনীতি চলবে না ৷ বাংলাদেশে উগ্রবাদ চলবে না। সত্যিকারের সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

 

অনুষ্ঠানে পেশাজীবী নেতৃবৃন্দ তাদের বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদকে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।


আরও পড়ুন: শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়: মামুনুল হক

 

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম হোসেন, জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা ডক্টর অ্যাসোসিয়েশন ড্যাব এর আহ্বায়ক ডা. ময়েজ উদ্দিন, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল ওদুদ, সিনিয়র আইনজীবী সোলায়মান বিশু, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি  মো. সারোয়ার জাহান। মতবিনিময় শেষে দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন আয়োজক ও আমন্ত্রিত পেশাজীবী অতিথিরা।

]]>
সম্পূর্ণ পড়ুন