যাত্রীবাহী এসি বাসে ভয়াবহ আগুন, মুহূর্তেই পুড়ে বহু মৃত্যুর আশঙ্কা

৪ সপ্তাহ আগে
ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার চিন্না টেকুর গ্রামের কাছে ভয়াবহ দুর্ঘটনায় একটি বাসে আগুন লেগে বেশ কয়েকজন নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোররাতের দিকের এই মর্মান্তিক ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে এই সংখ্যা ১০ জন হতে পারে বলে দাবি এনডিটিভি’র।

 

যদিও, হতাহতের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

 

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্য মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব সহায়তা দেবে বলে জানিয়েছেন তিনি। 

 

I am shocked to learn about the devastating bus fire accident near Chinna Tekur village in Kurnool district. My heartfelt condolences go out to the families of those who have lost their loved ones. Government authorities will extend all possible support to the injured and…

— N Chandrababu Naidu (@ncbn) October 24, 2025

 

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাসটি ৪০ জন যাত্রী নিয়ে মধ্যরাতে হায়দ্রাবাদ থেকে যাত্রা শুরু করে এবং এটি জাতীয় সড়ক ৪৪ (এনএইচ-৪৪)-এর কুর্নুলের কাছে পৌঁছালে একটি দুই চাকার যানের সাথে দুর্ঘটনার সম্মুখীন হয়। 

 

পুলিশের প্রাথমিক ধারণা, বাসের নিচে দু-চাকার গাড়িটি আটকে যাওয়ার ফলে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আগুন কয়েক মিনিটের মধ্যেই বাসটিকে গ্রাস করে ফেলে। 

 

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে ভারতের প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টার, ভিডিও প্রকাশ 

 

যাত্রী তালিকা অনুযায়ী, চালক এবং কর্মীসহ বাসটিতে মোট ৪০ জন ছিলেন। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে’।

 

তিনি আরও বলেন, ‘ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি টিম এখানে আছে এবং আগুন লাগার সঠিক কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। যেহেতু এটি একটি এসি বাস ছিল, তাই যাত্রীদের জানালা ভাঙতে হয়েছিল। যে ভাঙতে পেরেছে সে বেঁচে গেছে।’

 

নিখোঁজ যাত্রীদের খুঁজে বের করার এবং হতাহতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন