যাত্রাবাড়ীতে হত্যাসহ একাধিক মামলার আসামি রতন গ্রেফতার

১ সপ্তাহে আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে মো. রতন ওরফে চান্দি রতন (৩৪) নামে হত্যাসহ একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে যাত্রাবাড়ী থানার নিউ মেঘনা হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে।


ডিবি-ওয়ারী সূত্র জানায়, বিকেলে গোপন সংবাদ আসে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি শীর্ষ চাঁদাবাজ রতন ওরফে চান্দি রতন যাত্রাবাড়ী এলাকায় অবস্থান করছেন। এর ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় রতনের অবস্থান শনাক্ত করে ওই এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ।


আরও পড়ুন: দারুস সালাম এলাকায় পেশাদার ৩ ছিনতাইকারী গ্রেফতার


পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় রতনকে গ্রেফতার করা হয়।


রতন দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ আরও নানা অপরাধের সঙ্গে যুক্ত আছেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

]]>
সম্পূর্ণ পড়ুন