সোমবার (১২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী ধলপুর কমিউনিটি সেন্টারের পাশের একটি গলির বাসায় এই ঘটনা ঘটে।
আহত আঞ্জুমান কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মনসুর আলীর ছেলে।
আহত আঞ্জুমান ও বাসাটির মালিকের স্ত্রী জানান, বিকেলে বাসাটির ৭ম তলার ছাদে এক ভাড়াটিয়ার বাচ্চা খেলার সময় ক্রিকেট বল সাদৃশ্য একটি বস্তু খুঁজে পায়। সেটি শিশুটির হাত থেকে নিয়ে দেখছিল আঞ্জুমান। এসময় হঠাৎ বিস্ফোরণ। বিস্ফোরণে তার বাম হাত ও পেটে আঘাত লাগে। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে।
আরও পড়ুন: সখীপুরে চারটি ককটেল বিস্ফোরণ, দুই ভাই আহত
রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে পরবর্তীতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. শাওন বিন রহমান জানান, সন্ধ্যায় আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার হাত ও পেটে জখম রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।