শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ বলেছে, ভুক্তভোগী শিশুটির নানীর দায়ের করা মামলায় মিঠুকে গ্রেফতার দেখানো হয়েছে।
স্থানীয়রা জানান, যশোর সদর উপজেলার ভেকুটিয়া কোলোনি মোড়ের ভাড়া বাড়িতে বসবাস করেন মিঠু। বৃহস্পতিবার (২০ মার্চ) মিঠু প্রতিবেশি ৬ বছর বয়সী শিশুটিকে কৌশলে তার নিজের রান্নাঘরে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করেন। এ সময় শিশুটির নানী দেখে ফেলায় মিঠু পালিয়ে যান।
আরও পড়ুন: পটুয়াখালীতে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেফতার
শনিবার রাত সাড়ে ১২টার দিকে মিঠু বাড়ি ফিরলে স্থানীয়রা টের পেয়ে তাকে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ মিঠুকে আটক করে যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যান। এসময় আগে থেকে থানায় অবস্থান নেয়া ভেকুটিয়া এলাকার লোকজন অভ্যন্তরে প্রবেশ করে তাকে মারপিট করেছেন। পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মিঠুকে হাজতে নিয়ে যান।
যশোর কোতয়ালী থানার ওসি কাজী বাবুল হোসেন জানান, শিশুটির নানী ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। মিঠুকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।