যশোরে ২০ চাষির ধান লুটে নিল বিএনপি নেতা!

২ সপ্তাহ আগে
যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামে বিএনপির এক নেতার বিরুদ্ধে ২০ জন বর্গাচাষির ফসলের ধান কেটে লুট করে নেয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (২৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এ লুটের ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে ক্ষতিগ্রস্ত চাষীরা ফসলি জমিতে মানববন্ধন করেছেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

 

ভুক্তভোগী কৃষকরা জানান, চাষাবাদ করা ধান কেটে নেয়ার সময় বাধা দিতে গেলে তাদের প্রাণনাশের হুমকি দেয়া হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

 

জানা গেছে, মাকাপুর গ্রামের হায়দার আলীর বিলের জমি দীর্ঘদিন ধরে ২০ জন বর্গাচাষি চাষ করে আসছেন। হায়দার আলী মারা যাওয়ার পর তার লন্ডন প্রবাসী ছেলে ব্যারিস্টার এম মোর্ত্তজা সেই চাষাবাদ অব্যাহত রাখেন। তবে জমি নিয়ে তার ভাইবোনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই সুযোগে স্থানীয় বিএনপি নেতা সাজিদুর রহমান, সিয়াম ও রফিকুল তাদের লোকজন নিয়ে চাষীদের ধান কেটে নিয়ে যান।

 

বর্গাচাষি বাবর আলী বলেন, ‘২০ বছরেরও বেশি সময় ধরে আমরা জমি চাষ করছি। এবার আমাদের চাষ করা ধান তারা লুটে নিয়েছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।’

 

আরও পড়ুন: কৃষিতে ন্যানো ইউরিয়ার ব্যবহার, উৎপাদন ব্যয় কমবে ৫০ ভাগ!

 

আরেক চাষি শামসার আলী বলেন, ‘বহুদিন ধরেই হুমকি দিচ্ছিল। আজ সকালে প্রায় ২৫ জন আমাদের ধান কেটে নেয়। গতকাল কাটা ধানও তারা নিয়ে গেছে। ওসি সাহেবকে ফোন দিলে তিনি ফোন কেটে দেন।’

 

সংবাদকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যান। অভিযুক্ত সাজিদুর রহমানকে পাওয়া যায়নি, এমনকি কেউ তার মোবাইল নম্বরও দিতে রাজি হননি।

 

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন কোনো বক্তব্য দিতে রাজি হননি।

 

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলীবুর্দ্দীন খান বলেন, ‘সাজিদুর রহমান ইউনিয়ন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। ক্ষতিগ্রস্তরা চাইলে তাদের আইনি সহায়তা দেয়া হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন