যশোরে সাবেক কাউন্সিলরকে অপহরণের পর কুপিয়ে হত্যা

১ সপ্তাহে আগে
যশোরের অভয়নগরে জিয়া উদ্দিন পলাশ নামে সাবেক এক কাউন্সিলরকে অপহরণের পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার নওয়াপাড়া আয়কর অফিসের পেছনে একটি পরিত্যাক্ত ঘরে এ ঘটনা ঘটে।


নিহত জিয়া উদ্দিন পলাশ অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং নওয়াপাড়া এলাকার ইব্রাহিম সরদারের ছেলে।

 

এ দিকে এ ঘটনায় জড়িত রইচ উদ্দিনকে গণপিটুনি দেন স্থানীয় জনতা। গুরুতর আহত হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরও পড়ুন: পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে বন্ধুকে কুপিয়ে হত্যা


অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাদুল করিম জানান, স্থানীয়ভাবে জানা গেছে, টাকা নিয়ে বিরোধের জের ধরে জিয়াউদ্দিন পলাশকে অপহরণ করে রইচসহ কয়েকজন ব্যক্তি। এরপর রাত ১০টার দিকে নওয়াপাড়া আয়কর অফিসের পেছনে একটি পরিত্যাক্ত ঘর থেকে গুরুতর অবস্থায় পলাশকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার


এ ছাড়া স্থানীয় জনতা অপহরণকারী রইচকে আটক করে গণধোলাই দেয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।


ওসি আরও জানান, রইচকে আটক দেখানো হয়েছে। হত্যায় জড়িত অন্যদের গ্রেফতারের পুলিশ অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন