শনিবার (১২ মার্চ) দুপুর দেড়টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
উদ্বোধনের পর মেলায় প্রস্তুতকৃত স্টলগুলো পরিদর্শন করেন তিনি। প্রায় এক যুগ বিরতির পর চেম্বারের উদ্যোগে মেলাটির আয়োজন করা হয়েছে। মেলায় সারা দেশ থেকে দেড় শতাধিক স্টল অংশগ্রহণ করবে।
আরও পড়ুন: সাতক্ষীরায় আ. লীগ-ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১৪
উদ্বোধনী অনুষ্ঠান শেষে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, এ মেলার মাধ্যমে ভোক্তা ও উদ্যোক্তা দুই পক্ষই উপকৃত হবেন। এমন উদ্যোগ অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান তিনি।
মেলা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রনওক জাহান, জামায়েতের জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল, জেলা বিএনপির নির্বাহী সদস্য গোলাম রেজা দুলু, চেম্বার অব কমার্স আন্ড ইন্ডাস্ট্রি যশোরের সভাপতি মিজানুর রহমান খান, সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজা, জাহিদ হাসান টুকুন, যুগ্ম সম্পাদক মকছেদ আলী ও এজাজ উদ্দিন টিপু প্রমুখ।