বুধবার (৩০ এপ্রিল) গভীর রাতে উপজেলার কাউরিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাজু হোসেন উপজেলার কাউরিয়া গ্রামের শেখ আবুল কাশেমের ছেলে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, রাজু হোসেনের বাড়িতে সাতক্ষীরার শ্যামনগরের বাসিন্দা এক দম্পতি ভাড়া থাকতেন। বুধবার বিকেলে ওই নারীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন রাজু হোসেন।
আরও পড়ুন: আন্দোলনের মুখে যশোর মিনিবাস মালিক সমিতির সেক্রেটারির পদত্যাগ
ধর্ষণের পর ভুক্তভোগী নারীকে ঘটনাটি গোপন রাখতে হুমকি দেন অভিযুক্ত। রাতে স্বামী বাড়ি ফিরলে স্ত্রী তাকে বিষয়টি জানান। পরে তারা ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে রাজু হোসেনকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (১ মে) তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
]]>