যশোরে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রী নিহত

১ সপ্তাহে আগে
যশোরে বাসের ধাক্কায় উর্মি খাতুন (১৪) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চূড়ামনকাটি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উর্মি যশোর সদর উপজেলার বিজয়নগর গ্রামের রবিউল ইসলামের মেয়ে ও ছাতিয়ানতলা মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।


প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে চুড়ামনকাটি বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় রুপসা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।


আরও পড়ুন: যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত


খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা, সাজিয়ালী ফাঁড়ি পুলিশ ও হাইওয়ে পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।


এ দিকে ওই ছাত্রীর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে এলাকাবাসী ও সহপাঠীরা যশোর-ঝিনাইদহ রুটে চলাচলকারী সব রুপসা ও গড়াই পরিবহন অবরোধ করে রাখেন।


আরও পড়ুন: এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বাসের ধাক্কা


এ ব্যাপারে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, দুর্ঘটনার পর চালক বাসটি ফেলে পালিয়ে যায়। পুলিশ বাসটি জব্দ করেছে ।


এ ঘটনার সুষ্ঠু বিচার ও চালককে আটকের দাবিতে এলাকাবাসী ও ছাত্র সমাজ রুপসা ও গড়াই পরিবহনের সব বাস অবরোধ করে রাখে। পরে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
 

]]>
সম্পূর্ণ পড়ুন