যশোরে ফেনসিডিল মামলায় ৩ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

৪ সপ্তাহ আগে
ফেনসিডিল পাচার মামলায় তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে এ রায় ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি হাজী আনিছুর রহমান মুকুল।

 

সাজাপ্রাপ্তরা হলেন: চৌগাছার কারিকরপাড়া গ্রামের মৃত নান্নুর ছেলে আসলাম, নুর ইসলামের ছেলে বাবু এবং খুলনার ফুলতলার পয়গ্রামের রোস্তম আলীর ছেলে ইকরাম আলী শেখ।

 

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৩ সেপ্টেম্বর গভীর রাতে যশোর ডিবি পুলিশের একটি দল শহরের বাবলাতলা এলাকায় টহলে ছিল। রাত সাড়ে তিনটার দিকে দুটি মোটরসাইকেল খাজুরা বাসস্ট্যান্ডের দিকে আসতে দেখে পুলিশ তাদের থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে ব্যাগের ভিতর থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

 

আরও পড়ুন: যশোরে ইন্টার্ন চিকিৎসক পরিচয় দেয়া তরুণী আটক

 

ঘটনায় আটক তিনজনসহ মোট চারজনকে আসামি করে এসআই আবুল খায়ের মোল্যা মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে ডিবি পুলিশের এসআই ইউনুস আলী তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন এবং আরেক আসামি মফিজুরকে অব্যাহতির আবেদন জানান।

 

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি আসলাম, বাবু ও ইকরামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

 

সাজাপ্রাপ্ত তিনজনই বর্তমানে জামিনে মুক্ত থেকে পলাতক রয়েছেন। আদালত রায়ের সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন