বুধবার (১৪ মে) মণিরামপুর উপজেলার নোয়ালি গ্রামের নুর মোহাম্মদ মোড়ল বাদী হয়ে এ মামলা করেছেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গেলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী এমএ গফুর বিয়ষটি নিশ্চিত করেছেন।
আসামিরা হলো, মণিরামপুর উপজেলার রাজগঞ্জ ক্যাম্পের এসআই হেলাল সরদার, এসআই সেলিম রেজা, নোয়ালি গ্রামের ইউনুচ আলীর ছেলে মিঠুন গাজী, খোকা বিশ্বাসের ছেলে রেজাউল ইসলাম।
আরও পড়ুন: খুলনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা মামলায় আসামি ৮২
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, আসামি মিঠুন ও রেজাউলের সাথে দীর্ঘদিন ধরে নূর মোহাম্মদের পরিবারের বিরোধ চলে আসছে। চলতি বছরের ২৭ জানুয়ারি বাড়ি থেকে ফোন করে নুর মোহাম্মদকে জানানো হয় মিঠুন ও রিজাউলের সহযোগীতায় তাদের বাড়িতে পুলিশ এসেছে।
এসময় ফোনে এসআই হেলালের সাথে তিনি কথা বলে জানতে পারেন, তার ভাতিজা জনি ও রায়হানের বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা আছে।
এরপর পুলিশের দুই কর্মকর্তা জনিকে আটক ও গুলি করে পা উড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের কাছে এক লাখ টাকা দাবি করেন।
আরও পড়ুন: ১১ মামলার আসামিকে হত্যা, মরদেহ ফেলতে এসে আটক ২
বিষয়টি নূর মোহাম্মদ জানতে পেরে তানিয়া ও নাছিরের কাছ থেকে ৬০ হাজার টাকা ধার নিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে দেন।
পরদিন এসআই হেলালকে টাকা নেয়ার বিষয়টি জিজ্ঞাসা করলে মামলা দিয়ে চালান করে দেয়ার হুমকি দেন। ওই ঘটনায় ন্যায় বিচার পেতে বাদী আদালতে মামলা করেছেন।
]]>