যশোরে চার লাখ টাকার জাল নোটসহ যুবক আটক

১৪ ঘন্টা আগে
যশোরে জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ ইব্রাহিম গাজী (২০) নামে এক জাল টাকার কারবারিকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মণিহার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

আটক ইব্রাহিম গাজী সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার গণেশপুর গ্রামের কাশেম আলী গাজীর ছেলে।

 

আরও পড়ুন: খুলনায় আলাউদ্দিন মৃধা হত্যা মামলার আসামি মিন্টু গ্রেফতার

 

র‍্যাব-৬ যশোর জানিয়েয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মনিহার সিনেমা হল সংলগ্ন একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি জাল টাকা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে বলে খবর পাওয়া যায়। কিছুক্ষণ পর র‍্যাব সেখানে অভিযান চালিয়ে ইব্রাহিম গাজীকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

 

পরে জিজ্ঞাসাবাদে ইব্রাহিম স্বীকার করেন যে তার গ্রামের বাড়ি সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার গণেশপুরে জাল টাকা তৈরির সরঞ্জামসহ আরও জাল নোট রাখা আছে। এরপর রাতে র‍্যাব সদস্যরা তার গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়ে কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টার এবং তিন লাখ ৩৯ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার করেন।

 

মোট চার লাখ ২৯ হাজার ৬০০ টাকার জাল নোটসহ ইব্রাহিম গাজীকে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

]]>
সম্পূর্ণ পড়ুন